ব্রেকিং নিউজ

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

 


অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

প্রিয় পাঠক, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন।

আমাদের আজকের টিউটোরিয়ালটি হল অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম । আমরা আগেই আপনাদের জানাই রাখি এই টিউটোরিয়াল কিন্তু নতুন জন্ম নিবন্ধন তৈরি করার পদ্বতি নয় । এই আর্টিকেল তাদের জন্য যারা মূলত তাদের নিবন্ধিত জন্মনিবন্ধন  যাচাই করতে চান তাদের জন্য।




আমরা সকলেই জানি জন্ম নিবন্ধন আমাদের দেশের নাগরিক হওয়ার প্রথম ধাপ। অনেকে নকল জন্ম নিবন্ধন ব্যবহার করে তার স্বার্থ হাসিল করে। তাই আপনি যদি জানেন যে কিভাবে  অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে হয় তাহলে অবশ্যই প্রতারক হতে সাবধান হতে পারবেন।

যেভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন


প্রথমে আমরা জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন ওয়েবসাইটের সার্ভারে প্রবেশ করবো। এজন্য আমি আপনাদের দুইটি লিংক দিব। আপনি যে লিংকে সুবিধা সে লিংকে প্রবেশ করেই যাচাই করতে পারবেন।


অথবা

দুইটি লিংক দেওয়ার কারণ অনেক সময় জন্ম নিবন্ধন এর লিংক কাজ করে না । তখন আপনি ধৈর্য্য ধরে অপেক্ষা করে কিছু সময় পর আবার চেষ্টা করবেন।

তো আমরা আপনাদের কে এই আর্টিকেল এর মাধ্যমে প্রথম লিংক অর্থাৎ http://bdris.gov.bd/br/search দ্বারা কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন সেটা তুলে ধরবো ।আশা করি প্রথম লিংক এর কাজ করা পদ্বতি জানতে পারলে দ্বিতীয়টিও আপনি শিখে যাবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম


তো আমাদের দেওয়া প্রথম লিংকটা প্রবেশ করার পর উপরের ইমেজ এর মত একটা পেজ পাবেন সেখানে দুইটি খালি ঘর পাবেন ফরম পূরন করার জন্য। প্রথম খালি ঘরটি পাবেন জন্ম নিবন্ধন নাম্বার পূরণ করার জন্য। 

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

উপরের দেখানো ইমেইজ এর মত করে আপনি আপনার ১৭ ডিজিট এর জন্ম নিবন্ধন নাম্বার এখানে প্রবেশ করাবেন।
 তারপর নিচের দ্বিতীয় খালি ঘরে চলে যাবেন,

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

উপরের ইমেজ এর মত আপনার জন্ম নিবন্ধন কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে সেটা প্রবেশ করাবেন । তারপর নিচে সাবমিট অথবা অনুসন্ধান লিখাতে ক্লিক দিবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

উপরের পিকচারে দেখুন সব ইনফরমেশন প্রদর্শন হচ্ছে। যদি জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ ঠিক থাকে তাহলে আপনাদেরটা আশা করি এভাবেই আসবে।

অনলাইনে জন্ম নিবন্ধন কপি ডাউনলোড

 অনেকের মনের মধ্যে প্রশ্ন জাগে আসলে সে কি অনলাইনে জন্ম নিবন্ধন কপি কি ডাউনলোড করতে পারবে কি না?   আসলে আমার জানা মতে আপনি কপি ডাউনলোড করার এখনও কোন অপশন পাবেন না। যদি আপনার অফলাইন কপি লাগে তাহলে ইউনিয়ন পরিষদ অথবা আপনাদের পৌরসভায় যোগাযোগ করুন পেয়ে যাবেন।

কোন মন্তব্য নেই