ব্রেকিং নিউজ

ডাউনলোড করে নিন Responsive Magazine Blogger টেমপ্লেট

 


Responsive Magazine Blogger Template একটি অসাধারণ ম্যাগাজিন, নিউজ টেমপ্লেট যা ১০০% responsive টেমপ্লেট। আপনি যদি কোন নিউজ বা ম্যাগাজিন বিষয়ক ব্লগ খুলতে চান তাহলে এই টেমপ্লেটটি আপনার জন্য অনেক সাহায্য করবে।


আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভাল আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ম্যাগাজিন ব্লগস্পট টেমপ্লেট আমি এই টেমপ্লেট টি কাষ্টমাইজ করে কিছুটা ডিজাইন করেছি আশা করি আপনি ও আপনার মনের মত করে কাষ্টমাইজ করতে পারবেন  এ টেমপ্লেট এ যাহা তাকছে



    * ১ টি সাইডবার 
    * ২ কলাম গঠন 
    * ৩ কলাম ফুটার 
    * নির্বাচিত পোস্ট (Featured Post Section)
    * হেডার ব্যনার
    * শেয়ার বাটন
    * আরও অনেক কিছু।


আরও বলছি এই থিম এর কালার আপনি খুবি সহজে নিজের ইছে মত পরিবর্তন করতে পারবেন তাই ডেমো এর কালার দেখে অনেকের পছন্দ না হলে ভয় পাবেন না আপনি ইছে মত কালার পরিবর্তন করতে পারবেন । বাকি কিভাবে এডিট করবেন সেটা থিম ডাউনলোড করার পর জিপ ফাইল এর মধ্যেই পেয়ে যাবেন ।


থিম ফিচার সমূহ !



  • Responsive ডিজাইন  ঃ থিমটি সম্পূর্ণ Responsive ডিজাইন করা আছে তাই আপনার ব্লগ ভিজিটর খুব সহজে আপনার ব্লগে যেকোনো ডিভাইস দ্বারা ভিজিট করতে পারবে । 
  • আনলিমিটেড থিম রং পরিবর্তন  ঃ সব মজার বিষয় হল এটাই আমি গাই বলেছি এই সুবিদা থাকাতে আপনি খুব অভিজ্ঞ না হলেও থিম এর কালার ইছে মত খুব সহজে পরিবর্তন করতে পারবেন । 
  • Dropdown মেনুবার  ঃ এটার বিষয়ে কি আর বলার আছে Dropdown মেনু স্টাইল টাও খুব সুন্দর দেওয়া হয়েছে যেটা আপনার পছন্দ হবেই । 
  • রিলেটেড পোস্ট সমূহ  ঃ সুন্দর একটি রিলেটেড পোস্ট ওয়েডগেট ব্যবহার করা হয়েছে যেটা হয়ত আপনি এর আগে কোন থিমেই দেখেন নি । 
  • সোশ্যাল মিডিয়া আইকন  ঃ খুব সুন্দর একটি সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করা হয়েছে  । 
  • সার্চ বক্স  ঃ সুন্দর একটি সার্চ বক্স অ্যাড হয়েছে যেটা ব্যবহার করে খুব সহজে ভিজিটর আপনার ব্লগের পোস্ট খুজে পাবে । 
  • Flicker ফটো গ্যালারী  ঃ যদিও এটা খুব একটা গুরত নেই তবেও ভাল লাগে । 
  • Page Navigation  ঃ থিম এর সাথে মিল রেখে দারুন একটি Page Navigation- যুক্ত করা হয়েছে আশাকরি আপনাদের ভালই লাগবে । 
  • ব্লগার এবং ফেসবুক কমেন্ট ট্যাব  ঃ সব থেকে মজার একটি সিস্টেম অ্যাড করা আছে এটা চাইলেই আপনার ভিজিটর ব্লগার বা ফেসবুক থেকেও কমেন্ট করতে পারবে ।

কিভাবে থিম কালার পরিবর্তন করবেন !

  • প্রথমে আপনার ব্লগ অ্যাকাউন্ট লগইন করুন । 
  • ড্যাশবোর্ড থেকে Template এ ক্লিক করুন । 
  • এবার Customize এ ক্লিক করে Advanced সিলেক্ট করুন । 
  • এবার আপনার পছন্দের কালার ব্যবহার করুন । 
কালার পরিবর্তন এর কাজ হয়েগেলে Apply to Blog এ ক্লিক করুন ।


কোন মন্তব্য নেই