উইন্ডোজ 10 সেটআপ নিজেই করে নিন উইন্ডোজ সেটাপ সম্পূর্ণ টিউটোরিয়াল
আসসালামু আলাইকুম ! আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
এক উইন্ডোজ অনেক দিন চালালে অনেক সময় দেখা যায়,সেটা আর ঠিক ভাবে কাজ করে
না।আবার এমন হয় যে কম্পিউটার স্লো কিংবা কোন ভাইরাস এটাক্ট করে।এর ফলে
আমাদের পিসি যেভাবে চলার কথা সেভাবে চলে না । তখন প্রয়োজোন হয় আমাদের
উইন্ডোজ নতুন করে সেটাপ দেওয়ার।
কিন্তু বিপত্তি বাধে তখনি,যখন আমাদের উইন্ডোজ সেটাপ আমরা নিজেরা দিতে পারি না।তো আপনি যদি এই সমস্যার সমাধান খুজেন তাহলে এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখুন।
প্রথম ধাপ
উপরের Screenshot টা মনযোগ দিয়ে দেখুন। এখাএন F2 বাটনে বলা আছে Setup ফাংশন কাজ করবে।F7 বাটন Boot Option এর জন্য।
এখন যেহেতু আমি Pendrive দিয়ে Windows সেটাপ দিব সেজন্য এই অপশন গুলো থিকে USB FLASH Disk যেই অপশনে আছে ,সেই অপশন সিলেক্ট করব।আর আপনি যদি সিডি বা ডিভিডি দিয়ে দেন তাহলে আপনার আরেকটি অপশন এখানে দেখা যাবে,সিডি বা ডিভিডির অপশন ।আপনারা সেটা সিলেক্ট করলেই হবে কাজ একই।
দ্বিতীয় ধাপ
এখন এখান থিকে আপনার ভাষা এবং টাইম সেটিং ঠিক করে Next ক্লিক দিবেন।আর একটি কথা মনে রাখা ভালো Keyboard or Input Method যেই বক্স আছে সেই বক্স United state রাখাই ভালো কারণ বাংলা কিবোর্ড আমরা তেমন বুঝি না।তাই যদি বাংলা কিবোর্ড যদি সিলেক্ট করেন তাহলে আপনি সমস্যায় পড়তে পারেন। আর আপনি যদি বাংলা কিবোর্ড কমফোর্ট থাকেন , তাহলে দিতে পারেন বাংলা অপশন।
এই মেনু সেটিংসে আসার পর যদি আপনার উইন্ডোজ এর প্রোডাক্ট key থাকে তাহলে সেই প্রোডাক্ট Key দিয়ে Next ক্লিক করবেন। আর যদি না থাকে তাহলে I don't have a product key এটাতে ক্লিক দিবেন।
তারপর আপনার উইন্ডোজ এর অপশন থিকে আপনি কোন ধরনের উইন্ডোজ চালাতে চান সেটা সিলেক্ট করবেন।সিলেক্ট করে Next ক্লিক দিবেন তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে।
I accept the license term এই টিক মার্ক বক্সে ক্লিক দিয়ে আপনি Next চলে যাবেন।
যদি নতুন ভাবে উইন্ডজ সেটাপ দিতে চান তাহলে Custom Install ক্লিক দিবেন।আমরা সাধারনত এই অপশন ক্লিক দিয়েই উইন্ডোজ সেটাপ দেই।তবে আপনি যদি আপনার উইন্ডোজ সেটাপ না দিয়ে শুধু আপডেট দিতে চান তাহলে Upgrade Install ক্লিক দিয়েও দিতে পারেন।যায় হক নতুন ভাবে উইন্ডোজ সেটাপ দিতে আমাদের Custom Install ক্লিক দিতে হয়,এটা মনে রাখলেই হবে।
Custom Install ক্লিক দেওয়ার পর আপনার ড্রাইভ সিলেক্ট করতে বলবে। আপনি চাইলে নতুন ড্রাইভ তৈরি করে বা পুরাতন ড্রাইভ ফরমেট দিয়ে এই কাজ করতে পারেন।
তবে একটা জিনিষ মনে রাখবেন যে ড্রাইভে উইন্ডোজ সেটাপ দিবেন ,সেই ড্রাইভ ফরমেট দিয়ে ইনস্টল দিলেই ভালো পারফর্মেন্স পাবেন। আর যে ড্রাইভে ইনস্টল বা ফরমেট দিবেন না,সেই ড্রাইভ এর ফাইল বা ফোল্ডার এর কিছু হবে না।
যায় হক আপনারা যখন উইন্ডোজ সিলেক্ট করে Next ক্লিক দিবেন ।তখন Next পেজ চলে আসবে।
রিস্টার্ট নেওয়ার পর,
এরকম কিছু লোডিং আসবে ধৈর্য্য ধরে অপেক্ষা করবেন।আবার পিসি বন্ধ করবেন না।তাহলে কিন্তু আবার শুরু থিকে কাজ করতে হবে।
তারপর কিছু ব্যাসিক কাজ আসবে যেমন আপনার পিসি ওয়াইফাই কানেক্ট বা মাইক্রোসফট একাউন্ট সেটাপ ,চাইলে এগুলা দিতে পারেন বা skip করতে পারেন।
সব কিছু ঠিক থাকলে
আপনার উইন্ডোজ সেটাপ কপ্লিট হয়ে যাবে।এবং আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনার সামনে প্রদর্শিত হবে।
কোন মন্তব্য নেই