আপনার মেমোরি কার্ড এবং পেনড্রাইভের Write Protection এনাবল/ডিসেবল করুন
Write Protected বলতে বুঝায় যে, আপনার মেমরি কার্ডটা হবে read only।
অর্থাৎ, এ থেকে শুধু ডাটা আপনি দেখতে পারবেন, কিন্তু ডিলিট করতে পারবেন না
কিংবা কোন ডাটা মডিফাই করতে পারবেন না। এমনকি কোন ফাইল মেমোরি কার্ড বা
পেনড্রাইভে কপি করতে পারবেন না। হ্যাঁ, এটি বিভিন্নভাবে আপনার কাজে আসতে
পারে। তাই দেরি না করে চলুন দেখে ফেলি আমাদের আজকের পোস্ট টি।
How To Enable & Disable Write Protection In Memory Card & Pendrive
পিসি থেকে write protection enable করতে
- Windows button + r চেপে run ওপেন করুন।
- cmd লিখে enter চাপুন।
- এবার diskpart লিখে এন্টার চাপুন।
- list disk লিখে এন্টার চাপুন।
- এবার স্ক্রিনে আপনার মেমোরি কার্ড কিংবা পেনড্রাইভ কত নম্বরে আছে খেয়াল করুন। ধরে নিচ্ছি মেমোরি কার্ড বা পেনড্রাইভ টি দুই নম্বরে আছে। তাহলে টাইপ করুন select disk 2।
- Write Protection এনাবল করতে টাইপ করুন attributes disk set readonly এবং এন্টার চাপুন।
পিসি থেকে Write Protection ডিসেবল করতে
উপরে উল্লেখিত 5 নং স্টেপের পর নিচের লেখাটি টাইপ করুন এবং এন্টার চাপুন।attributes disk clear readonly
ব্যস, আপনার পেনড্রাইভ বা মেমরি কার্ড থেকে Write Protection মুছে গেলো।
এভাবেই আপনি পিসি থেকে আপনার পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডের Write Protection এনাবল ডিসেবল করতে পারেন।
কোন মন্তব্য নেই