কিভাবে USB Port ব্লক এবং আনব্লক করবেন
টাইটেল দেখে হয়ত ভাবছেন যে ইউএসবি পোর্ট ব্লক করে কি করব শুধু শুধু? পাগলের প্রলাপ নাকি?
তবে হয়ত আপনার দরকার নেই বলে আপনি এই কথা ভাবছেন। অনেক বড় বড় অফিসেই
ইউএসবি পোর্ট ব্লক করে থাকে কারণ পেনড্রাইভ দিয়ে কোম্পানির গোপন ফাইল কেউ
সরিয়ে ফেলতে পারে। আবার আপনার অগচরে আপনার দুষ্টু বন্ধুটি তার পেনড্রাইভে
থাকা ম্যালওয়্যার স্ক্রিপ্ট দ্বারা আপনার সব পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া থেকে
শুরু করে পুরো হার্ডডিস্ক ডিলিটও করে ফেলতে পারে। তাই ইউএসবি ডিভাইস সচরাচর
ব্যবহার না করলে তা ব্লক করে রাখাই ভালো। কিংবা বাসায় ছোট ভাই বা অন্য কেউ
পেনড্রাইভ বা মডেম লাগিয়ে পিসির বারোটা বাজিয়ে থাকলে এই পদ্ধতিটি তাদের
থেকে আপনার শখের পিসিটিকে রক্ষা করতে পারে।
তাহলে শুরু করছি আজকের পোস্ট...
How To Block & Unblock USB Ports In Windows
১। Registry ব্যবহার করে
সাধারণত সিস্টেম এডমিনিস্ট্রেটররা Run থেকে regedit কমান্ড ব্যবহার করে ইউএসবি পোর্ট ব্লক করে থাকেন। এক্ষেত্রে-ইউএসবি পোর্ট ব্লক করতে:
- WIndows Key + r চেপে Run এ যান।
- এটি লিখে এন্টার দিন:
regedit
- এবার পাশের ট্রি টেবিলে এই ডিরেক্টরিতে যান:
HKEY_LOCAL_MACHINE > SYSTEM > CurrentControlSet > Services > USBTOR
- ডান প্যানেলে Start এ ডাবল ক্লিক করুন।
- Value Data তে 4 লিখে এন্টার দিন।
২। Device Manager ব্যবহার করে
ইউএসবি পোর্ট ব্লক করতে:- My Computer এ রাইট ক্লিক করে Manage এ যান।
- বাম প্যানেলে Device Manager এ ক্লিক করুন।
- ডান প্যানেলে নিচে Universal Serial Bus controller এর পাশের + চিহ্নে ক্লিক করুন।
- এবার প্রত্যেকটিতে রাইট ক্লিক করে Uninstall করুন।
কোন মন্তব্য নেই