Start Windows Normally মেসেজ ডিজেবল করুন
অনেক সময়ই অনিচ্ছাকৃতভাবে বা বিদ্যুৎ চলে যাওয়ার পর কম্পিউটার চালু করলে
দেখা যায় Start Windows Normally মেসেজ আসে। এতে করে চালু হওয়ার সময়
অতিরিক্ত এন্টার চাপতে হয়। তাছাড়া আপনি যদি ভার্চুয়াল বক্সে উইন্ডোজ
চালান তবে Start Windows Normally মেসেজটি বেশি দেখে থাকতে পারেন। কারণ
যারা ভার্চুয়াল বক্স চালান তারা সাধারণত সচরাচর কম্পিউটার বন্ধ করার সময়
যেমন টার্ন অফ কম্পিউটার দেওয়া হয় তেমন ভাবে বন্ধ করেন না। আজকের পোস্টে
আমরা দেখাবো কিভাবে স্টার্ট উইন্ডোজ নরমালি মেসেজটি এনাবল বা ডিজেবল করা
যায়।
তাহলে শুরু করছি...
Enable & Disable Start Windows Normally Message In Windows
![]() |
Start Windows Normally মেসেজটি ডিসেবল করার জন্য জন্য যা করতে হবে:
- স্টার্ট মেনু থেকে cmd লিখে সার্চ দিন এবং খুঁজে পেলে তাতে রাইট বাটন ক্লিক করে Run As Administrator এ ক্লিক করুন।
- ওয়ার্নিং আসলে Yes দিন।
- এবার এই কমান্ডটি লিখে এন্টার চাপুন: bcdedit /set {current} bootstatuspolicy ignoreallfailures
Start Windows Normally মেসেজটি এনাবল করার জন্য জন্য যা করতে হবে:
- স্টার্ট মেনু থেকে cmd লিখে সার্চ দিন এবং খুঁজে পেলে তাতে রাইট বাটন ক্লিক করে Run As Administrator এ ক্লিক করুন।
- ওয়ার্নিং আসলে Yes দিন।
- এবার এই কমান্ডটি লিখে এন্টার চাপুন: bcdedit /deletevalue {current} bootstatuspolicy
কোন মন্তব্য নেই