কিভাবে ব্লগারে বাংলা সময় ও তারিখ যুক্ত করবেন
কিভাবে ব্লগারে বাংলা সময় ও তারিখ যুক্ত করবেন
আস্সালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা,আশা করছি ভালো আছো তোমরা। আর যারা আমাদের সাথে সবসময় পাশে থাকে তাদের তো ভালো থাকারি কথা। বন্ধুরা বরাবরের মত আমি তানভীর হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা টিউন নিয়ে আর আমি কিন্তু আশাবাধি আজকের এই টিউনটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আজকে যে টিউনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তা হলোঃ
কিভাবে ব্লগারে বাংলা সময় ও তারিখ যুক্ত করবেন
তো বন্ধুরা আর বেশি কথা বলবো না চলুন মূল টিউন এর আলোচনায় যাওয়া যাক।
মূল আলোচনা
আমরা যারা ব্লগিং করি এবং ব্লগিং করে টাকা উপার্জন করি তাদের মূল যে উপস্থাপনা সবার সামনে মূল ভূমিকা পালন করে তা হলো আপনার ব্লগার সাইট এর সুন্দর ডিজাইন আর যা আপনার সাইট এর ভিজিটর এর প্রতি আকৃষ্ট করে আপনার সাইট এ প্রতিদিন ভিজিট করার জন্য। ধরুন আপনার এক ভিজিটর আপনার সাইট এ প্রবেশ করার পর যদি জানতে পারতো আজ কিবার ও সময় কত তাহলে কেমন হতো। আমি বুঝাতে চেয়েছি আপনার সাইট এ ভিজিটর প্রবেশ থাকা কালিন জানতে পারতো আজকে কিবার এবং ঠিক সময় কত তাহলে কি ভালো হতো না। আসলে এক ঢেলে দুই পাখি মারা আর কি আচ্ছা আমি এতো বকবক করছি কেনো যাই হোক আমি দুঃখীত। এবার চলুন জেনে নেই কিভাবে আপনার সাইটে বাংলা সময় ও তারিখ যোগ করবেন
কিভাবে সময় ও তারিখ যুক্ত করবেন
প্রথমে আপনি আপনার Main Site Settings এ প্রবেশ করুন। এরপর Layout Option এ ক্লিক করুন। এরপর আপনি যেখানে সময় ও তারিখ দেখাতে চান তা ভেবে নিন। যেমনঃ
Home Content Header Sidebar Footerbar ইত্যাদি।
এবার New Gagetes Option এ ক্লিক করার পর Html/Javasctipt Option এ ক্লিক করুন। এরপর আমার দেওয়া নিচে থাকা কোডটি ডাউনলোড করে সব কোড কপি করে Html এর ঘড়ে Paste করে দিন। এবার Save করুন বাছ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আপনার সাইট Preview করে দেখতে পারো কেমন হলো আর Comment করতে ভুলবে না কিন্তু।
Html কোড
কোড ডাউনলোড করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
কোন মন্তব্য নেই