ব্রেকিং নিউজ

কিভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন ২০২১

 কিভাবে ব্লগারে বাংলা ফন্ট যুক্ত করবেন ২০২১



আস্সালামু আলাইকুম

Hello বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন।আর যারা

Dimla Wiki Tech

এর সাথে সবসময় পাশে থাকে তাদের তো ভালো থাকারি কথা। বন্ধুরা অনেকে ফেসবুকে আমাকে জানিয়েছেন কিভাবে Blogger সাইটে বাংলা ফন্ট যুক্ত করবো (Blogger Template) এবং কি অনেক জনেই জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে একটি টিউন করতে। আর তাই তো আপনারদের কথা মত আজকের এই টিউনটি লিখতে বসলাম। আজকে আমরা আলোচনা করবো SolaimanLipi বাংলা ফন্ট নিয়ে।ব্লগারে বাংলা ফন্ট এর মধ্যে সবচেয়ে ভালো এবং হাইকোয়ালিটি ফন্ট হচ্ছে SolaimanLipi বাংলা ফন্ট যা আমি নিজেই আমার এই সাইট এ Install করে ব্যাবহার করতেছি এবং আমার কাছে এই বাংলা ফন্টটি খুব ভালো লাগছে। আর আমি ১০০% আশাবাদী আপনারদের কেউ ভালো লাগবে।

বাংলা ফন্ট এর সুবিধা

আমরা যারা বাংলা ভাষাতে ব্লগিং করি তাদের জন্য এই ফন্টটি বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্লগারে নিউজ পোর্টাল সাইট ব্যাবহার করি তাদের জন্য ১০০% এই ফন্ট ব্যাবহার করা শ্রেয় কেননা সাধারণত Blogger Template গুলোতে English Font সবচেয়ে বেশি যুক্ত করা থাকে যার কারনে আমরা যারা বাংলা ব্লগিং করি তাদের সাইট এর Text গুলো একটু ঘোলা দেখায় যার কারনে লেখা গুলো খুব একটা পরিষ্কার দেখায় না। কিন্তু ইংলিশ লেখাগুলো ভালোই দেখায়। আর তাই বাংলা সাইট গুলোতে ভিজিটদের আকৃষ্ট করতে বাংলা ফন্ট ব্যাবহার করা উচিত বলে আমি মনে করি।

কিভাবে বাংলা ফন্ট যুক্ত করবেন

কিভাবে আপনারা আপনাদের সাইটে বাংলা ফন্ট যুক্ত করবেন তা আমি Step by Step বলে দিচ্ছি।

Step 1
Go to Your Site Dashboard
Step 2
Than Click Theme And Click Again Eddit Html Option
Step 3
Enter Ctr+F And Search < /head> Tag Option And Faste 1 Html Code
Step 4
Than Again Search font-family
বন্ধুরা যতবার এটি সার্চ করবেন ততো বার দেখবেন অন্য ফন্ট যুক্ত করা আছে সেগুলো Deleted করে SolaimanLipi ফন্টটি যুক্ত করে দিবেন।
For Example
font-family:Roboto; এই Roboto ফন্ট এবং এর পাশাপাশি অন্য ফন্ট থাকলে,তা সব Deleted করে দিবেন যেমনঃ দেওয়া আছে font-family:Roboto,Ariel,sens-sarif; এই গুলো সব Deleted করে শুধু Solaimanlipi ফন্ট যুক্ত করবেন তাহলে হয় font-family:SolaimanLipi;
বিঃদ্রঃ যে গুলোতে font Awesome যুক্ত করা আছে সেগুলো ভুল করেও ডিলিট করবেন না।

Html Code

< link href='https://cdn.rawgit.com/sh4hids/bangla-web-fonts/solaimanlipi/stylesheet.css' rel='stylesheet'/>

বিঃদ্রঃ < /head> Tag এর উপরে Html 1 Code গুলো Paste করে দিবেন।

ঠিক একই ভাবে অন্য সব ফন্ট গুলো ডিলিট করে দিয়ে শুধু Solaimanlipi বাংলা ফন্ট যুক্ত করবেন fontAwesome বাদে সব অন্যান্য ফন্ট গুলো ডিলিট করবেন। এবং এরপর Template Save করে সাইটটি দেখুন বাংলা ফন্ট যুক্ত হয়ে গেছে।

বন্ধুরা তবুও যদি কোনো প্রকার সমস্যা হয় আপনাদের তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আশা করছি আজকের এই টিউনটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে আজকের এই টিউনটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন সুস্থ্য থাকবেন।

খোদা হাফেজ

কোন মন্তব্য নেই