নিজের পছন্দ মত বদলে ফেলুন Windows 7 এর ড্রাইবার ও ফোল্ডার Background
![](https://dnc.techtunes.io/tDrive/tuner/hellboytonmoy/94183/windows7.jpg)
নিজের পছন্দ মত বদলে ফেলুন Windows 7 এর ড্রাইবার ও ফোল্ডার Background
Windows 7 এর সাদা ড্রাইবার ও ফোল্ডার Background দেখতে দেখতে bored হয়ে গেছেন? নিজের মত সাজাতে চান আপনার ড্রাইবার ও ফোল্ডারগুলোর Background? তবে আসুন নিজের মত সাজিয়ে নেই পিসিটাকে।
Windows 7 Folder Background Changer এর মাধ্যমে আপনি খুব সহজেই কাজটি করতে পারবেন। যদিও নামে শুধু Folder Background Changer, তবে আপনি এর সাহাজ্যে Driver Background ও পরিবর্তন করতে পারবেন।
- প্রথমে ডাউনলোড করে নিন মাত্র ৫৩২ কিলোবাইটের ছোট্ট Application টি।
- এরপর Application টি ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Run as administrator সিলেক্ট করুন। সাথে সাথে আপনার Windows explorer বন্ধ হয়ে যাবে।
- আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারটি সিলেক্ট করুন।
- এবার আপনার পছন্দনীয় ছবিটি সিলেক্ট করুন।
- সুবিধা মত Text color সিলেক্ট করুন। যদি উক্ত ড্রাইবার বা ফোল্ডারের সবগুলো সাবফোল্ডারে এই একই Background দিতে চান তবে Apply To Sub Folders সিলেক্ট করুন।
- এবার Application টি Close করে নতুন করে ফোল্ডারটিতে যান এবং উপভোগ করুন আপনার পিসিকে নিজের মত করে।
- যদি Background বাতিল করতে চান, তবে উপরোক্ত প্রক্রিয়ায় Application চালু করে Driver/Folder টি সিলেক্ট করুন এবং Uninstall সিলেক্ট করে নতুন উইন্ডোতে Continue সিলেক্ট করে Application টি Close করে দিন।
ধন্যবাদ।
কোন মন্তব্য নেই