ব্রেকিং নিউজ

উইন্ডোজ পেন্ড্রাইভ বুটাবল - Windows Pendrive Bootable Bangla Tutorial

 

উইন্ডোজ পেন্ড্রাইভ বুটাবল - Windows Pendrive Bootable Bangla Tutorial

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।

আপনারা সবাই জানেন কম্পিউটারে নতুন উইন্ডোজ যদি পেনড্রাইভ এর মাধ্যমে দেওয়া হয় তাহলে আমাদের,উইন্ডোজ ফাইল দিয়ে পেনড্রাইভ বুটাবল করে নিতে হয়।আজকের এই ভিডিও টিউটোরিয়াল পর্বে আপনাদের কিভাবে পেনড্রাইভ এর মাধ্যমে উইন্ডোজ ফাইলকে বুটাবল করা যায় সেই টিউটোরিয়াল শেয়ার করা হবে।




প্রথমে আমরা আমাদের পেনড্রাইভটি কম্পিউটার এর সাথে কানেক্ট করে নিব।তারপর ভালো হয় যদি পেনড্রাইভ অন্য অন্য ফাইল থাকে সেগুলো অন্য কোন যায়গায় সরিয়ে রাখলে।কেননা Windows File Pendrive Bootable করতে গেলে আমাদের Pendrive Format দেওয়ার প্রয়োজন পড়বে।সেজন্যই গুরুত্বপূর্ণ ফাইল থাকলে পেনড্রাইভে সেগুলোর ব্যাকআপ রাখা ভালো। যায় হক কাজের সুবিধার্থে আমরা পেনড্রাইভটি আগেই ফরমেট  দিয়ে নিব।

Windows Pendrive Bootable Bangla Tutorial




Pendrive Bootable Step 2

এখন আমাদের আসল কাজ শুরু।আমরা এই ধাপে প্রথমে একটা সফটওয়ার নামিয়ে নিব আমাদের কম্পিউটারে ।সফটওয়ারটির নাম হল PowerIso গুগল সার্চ দিলে পেয়ে যাবেন। আর চাইলে এখান থিকেও নামিয়ে নিতে পারেন।


ডাউনলোড করা হয়ে গেলে,আপনারা এই সফটওয়ারটি ইনস্টল করে নিবেন আপনাদের নিজস্ব কম্পিউটারে।তারপর সফটওয়ারটি ওপেন করবেন।

Windows Pendrive Bootable Bangla Tutorial


তো যখন আমরা সফটওয়ারটি ওপেন করবো তখন এরকম নটিফিকেশন আসবে।আমরা Cross বাটন থিকে কেটে দিব।এই রেজিস্টার নটিফেকেশন আসার কারণ হল এটি পেইড একটি সফটওয়ার তাই আমাদের কাছে রেজিস্ট্রিশন কোড চাচ্ছে ।আসলে আমাদের কাছে তো কোন রেজিট্রিশন Key নাই তাই যতবার এরকম নটিফেকেশন আসবে আমরা কেটে দিব।তাছাড়া আমরা সকল কাজ অনায়সে করতে পারবো।


Pendrive Bootable Step 3


এখন আমরা এই PowerISO সফটওয়ার থিকে উপরের দিকে পাবো Tools নামের অপশন সেখানে আমরা ক্লিক দিব।

Windows Pendrive Bootable Bangla Tutorial




Tools অপশনে ক্লিক দেওয়ার পর আমরা আরেকটি অপশন পাবো সেটা হল Create Bootable USB Drive সেই অপশনে ক্লিক দিব।
যেহেতু আমরা পেন্ড্রাইভ বুটাবল করবো তাই আমরা এই অপশনটি সিলেক্ট করবো।এই অপশনে ক্লিক দেওয়ার পর কোন পার্মিশন চাইলে Yes বা allow করে দিবেন।তারপর যদি আবার রেজিস্ট্রিশন নোটিফেকেশন আসে সেটা কেটে দিবেন।

Windows Pendrive Bootable Bangla Tutorial




তারপর আপনারা এই রকম অপশন গুলো দেখতে পাবেন।এখান থিকে Image File এর যে বক্স টা আছে সেটাতে ক্লিক দিয়ে আপনি যেই Windwos Iso ফাইলটি বুটাবল করতে চান সেটি সিলেক্ট করবেন।তারপর চলে যাবেন Destination USB Driver এটা এই বক্স থিকে আপনার কাঙ্ক্ষিত পেনড্রাইভটি সিলেক্ট করে দিবেন।তারপর Write Method HDD রাখলেই ভালো হয়।সবকিছু ঠিক থাকলে নিচের মত ছবি আসবে।

Windows Pendrive Bootable Bangla Tutorial



এখন এই রকম আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে Start Button ক্লিক দিতে পারেন,স্টার্ট বাটন ক্লিক দিলেই আপনাদের বুটাবলটি তৈরি হয়ে যাবে।

Windows Pendrive Bootable Bangla Tutorial




যখন আপনি স্টার্ট বাটন ক্লিক দিবেন তখন উপরের ছবির মত প্রসেসিং হতে থাকবে অপেক্ষা করবেন।কমপ্লিট না হওয়ার পর্যন্ত।


Pendrive Bootable Step 4


ফাইনাল কাজ প্রায় শেষ এখন চেক করার পালা আসলে কাজটি হয়েছে কিনা।

Windows Pendrive Bootable Bangla Tutorial



যদি সবকিছু ঠিক থাকে তাহলে এমন সাকসেস নোটিফিকেশন দেখতে পাবেন আপনার PowerIso সফটওয়ার থিকে।
আবার অন্য ভাবেও চেক করতে পারেন।

Windows Pendrive Bootable Bangla Tutorial




My PC বা This PC তে গিয়েও চেক করতে পারেন।যে আসলে হয়ছে কিনা।হলে উপরের ছবির মত দেখতে পারবেন। প্রায় সব কাজ শেষ এখন আপনি চাইলে আপনার পেনড্রাইভ থিকে উইন্ডোজ দিতে পারবেন।

কোন মন্তব্য নেই