মোবাইলকে কম্পিউটার এর ওয়েবকাম হিসেবে ব্যবহার করুন
মোবাইলকে কম্পিউটার এর ওয়েবকাম হিসেবে ব্যবহার করুন
আশা করি সবাই ভালো আছেন। বরাবর এর মত আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে।
Mobile phone কে Webcam হিসেবে ব্যবহার করার জন্য কিছু পদ্বতি ফলো করার লাগবে।আর সেই পদ্বতিগুলোই এই টিউটোরিয়ালে শেয়ার করা হবে।
মূলত যাদের ওয়েবকাম ভালো মানের না বা অনেকের ওয়েবকাম নষ্ট থাকে,তো তারা চায় How to Use Android phone as a webcam for pc bangla tutorial এরকম একটা টিউটোরিয়াল । যদি আপনারও এই টিউটোরিয়ালটি প্রয়োজন হয় তাহলে চলুন কিভাবে কাজ করতে হয় সে পদ্বতি গুলো করে নিই।
মূলত যাদের ওয়েবকাম ভালো মানের না বা অনেকের ওয়েবকাম নষ্ট থাকে,তো তারা চায় How to Use Android phone as a webcam for pc bangla tutorial এরকম একটা টিউটোরিয়াল । যদি আপনারও এই টিউটোরিয়ালটি প্রয়োজন হয় তাহলে চলুন কিভাবে কাজ করতে হয় সে পদ্বতি গুলো করে নিই।
Use Android phone as a webcam bangla tutorial step 1
এই কাজটি শুরু করার আগে প্রথমেই আমাদের কম্পিউটার এর জন্য ডাউনলোড করে নিতে
হবে DroidcamApp নামের একটি আপ্লিকেশন।তো আমরা নিচের লিংক থিকে ডাউনলোড
করে নিই
ডাউনলোড পেজে আপনি দুইটি অপশন দেখতে পারবেন,একটা হল শুধু Android device এর
জন্য আরেকটি হল both Android and IOS Device এর জন্য।তো আপনার চাহিদা
অনুযায়ী এখান থিকে ডাউনলোড করে নিবেন।
ডাউনলোড করার পর স্বাভাবিক যেভাবে কম্পিউটার এর জন্য সফটওয়ার ইন্সটল করেন
।সেভাবেই এই Application Install করে নিবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে
নিচের মত Desktop screen ওই আপ্লিকেশন এর Icon দেখতে পাবেন।
Use Android phone as a webcam bangla tutorial step 2
আমরা যেমন কম্পিউটার এর জন্য আপ্লিকেশন ডাউনলোড করেছি।এই নামের আরেকটি
আপ্লিকেশন আমাদের মোবাইল এর জন্যও করতে হবে। আপ্লিকেশন টা আপনি google play
store সার্চ দিলেই পাবেন।আপ্লিকেশন টার নাম হল Droidcam Wireless Webcam .
আপনাদের সুবিধার্থে ডাইরেক্ট লিংক আমি দিয়ে দিচ্ছি,
ডাউনলোড হয়ে গেলে আপনি সুন্দর করে install করে নিবেন।
Install করা হয়ে গেলে আপ্লিকেশনটি ওপেন করবেন।
Use Android phone as a webcam bangla tutorial step 3
আপনার মোবাইলকে ল্যাপটপ বা ডেস্কটপ এর ওয়েবকাম হিসেবে ব্যবহার করতে পারবেন
দুই ভাবে।একটা হল Wi-Fi এর মাধ্যমে আরেকটি হল USB এর মাধ্যমে। আপনার যেভাবে
খুশি সেই ভাবে কানেক্ট দিয়ে নিবেন।
প্রথমে Wi-Fi এর মাধ্যমে
Wi-Fi এর মাধ্যমে করতে হলে প্রথমে পিসি এবং মোবাইল ডিভাইস Same Wi-Fi এর
সাথে কানেক্ট থাকতে হবে।তারপর আপনি যখন মোবাইলে DroidCam ওপেন করবেন তখন
নিচের ছবির মত IP Address দেখতে পারবেন।সেটা এক জায়গায় নোট করে নিবেন।
তারপর ওপেন করতে হবে পিসিতে ইনষ্টল দেওয়া DroidCam আপ্লিকেশনটি ।সেখানে Wi-Fi Icon ক্লিক দিলে একটি আইপি দেওয়ার ঘর পাবেন।
এই আইপি ঘরে আপনি মোবাইল Droidcam আপ্লিকেশন থিকে নোট করা আইপিটি দিয়ে
দিবেন।তারপর আরেকটি ঘর দেখতে পারবেন সেটা হল Port এর ,এই Port বক্সে
সাধারনত 4747 থাকে।তবে মোবাইল আপ্লিকেশনে যে পোর্ট নাম্বার সেটায় এখানে
দিবেন।সবকিছু দিয়ে স্টার্ট দিলেই আপনি কানেক্ট হয়ে যাবেন ।
দ্বিতীয় USB এর মাধ্যমে
এই ভাবে করতে হলে আপনি আপনার মোবাইলকে প্রথমেই USB Cable এর মাধ্যমে
কানেক্ট করে নিবেন।তারপর মোবাইল এর Developer Option ক্লিক করে USB
Debugging অপশন চালু করে নিবেন।
এই কাজগুলো করতে পারলে আপনার মোবাইল এর কাজ শেষ হবে।এখন আপনার কাজ ডেস্কটপ
,তো পিসিতে যেয়ে আপনি আবার DroidCam ওপেন করবেন।তার আগে মোবাইলে Droidcam
open রাখবেন। ওপেন করে USB ICON ক্লিক দিবেন।
তারপর রিফ্রেস আইকোনে ক্লিক দিলে আপনার সেটটি দেখানো কথা।তারপর স্টার্ট ক্লিক দিলেই আপনার মোবাইলটি webcam হিসেবে কাজ করা ধরবে।
Use your Android smartphone as a webcam on Skype, Facebook, youtube, google meet
এই টিউটোরিয়ালে শুধু একটি মাধ্যম দেখাবো বাকিগুলো আপনার সেটিং করে করতে
পারবেন। তো আমরা দেখি যে কিভাবে মোবাইলকে ওয়েবকাম হিসেবে ব্যবহার করে
ফেসবুকে লাইভে যাওয়া যায়।
যেভাবে ফেসবুকে লাইভে যান ,সেই ভাবেই লাইভ মেনুতে ক্লিক দিবেন।এর পর আপনার সামনে ফেসবুক লাইভ সেটিংস গুলো চলে আসবে।সেখান থিকে,
সেটাপ সেটিংস থিকে DroidCam সিলেক্ট করে দিবেন ,তাহলেই আপনি মোবাইলকে ওয়েবকাম হিসেবে ব্যবহার করে লাইভে যেতে পারবেন।
কোন মন্তব্য নেই