মাল্টিবুট Windows Xp, Windows 7 এবং Windows 8
যে সকল জিনিস এখানে প্রয়োজন হবেঃ-
১) Magic ISO
২) Windows Xp, Windows 7 এবং Windows 8 এর ISO
তাহলে চলুন শুরু করা যাকঃ
কাজ-0) সবার ডিভিডি থেকে ISO তৈরি করে Desxtop এ রাখুন অথবা যদি আগে ISO ফাইল থেকে থাকে তা রাখতে পারেন।
কাজ-১) তারপর Magic ISO ডাউনলোড করুন এবং ইনস্টল করুন। তারপর Magic ISO চালু করুন।
কাজ-২) Magic ISO চালু করার পর Tools থেকে Make Multi-boot Image এ ক্লিক করুন নিচের ছবির মত করে।
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/1.jpg)
কাজ-৩) তারপর নিচের ছবির মত দেখা যাবে। এখানে আপনাকে নিচের ছবির মত করে অনুসরন করতে হবেঃ
Add ক্লিক করুন
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/2.jpg)
তারপর Boot from bootable image file তারপর Next
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/3.jpg)
তারপর Exported from bootable CD/DVD image file এ টি চিহ্ন দিয়ে তা কোথায় আছে(আমরা ডেস্কটপে রেখেছিলাম) দেখাতে হবে এবং তা open করতে হবে তারপর Next ক্লিক করতে হবে নিচের ছবি দেখুন
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/4.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/5.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/6.jpg)
তারপর নিচের ছবির মত একটা পেইজ আসবে। এখানে Description এ লিখবেন= Press 1 to install Windows XP Professional SP3 (যা সেটআপ দেওয়ার সময় দেখা যাবে)। তারপর নিচে Hot key তে 1 দিবেন (কিবোর্ড এর নিউমেরিক পেড ব্যবহার করবেন না তাহলে 1 লিখতে পারবেন না, কিবোর্ড এর a b c d এর উপরের 1-9 ব্যবহার করবেন)। তারপর Finish এ ক্লিক করুন
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/7.jpg)
কাজ-৪) এখন পর্যন্ত আমরা শুধুমাত্র Windows XP এর কাজ করলাম। এবার Windows 7 এর জন্য উপরের কাজ-৩ পুনরায় করুন। এখানে শুধুমাত্র একটি কাজের পরিবর্তন করতে হবেঃ যখন
Windows XP এর Iso ডেক্সটপ থেকে সিলেক্ট করেছিলাম সেখানে শুধুমাত্র Windows 7 এর Iso সিলেক্ট করতে হবে। নিচে ছবি দেখুনঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/8.jpg)
তারপর নিচের ছবির মত একটা পেইজ আসবে। এখানে Description এ লিখবেন= Press 2 to install Windows 7 Ultimate SP1(x86) (যা সেটআপ দেওয়ার সময় দেখা যাবে)। তারপর নিচে Hot key তে 2 দিবেন (কিবোর্ড এর নিউমেরিক পেড ব্যবহার করবেন না তাহলে 1 লিখতে পারবেন না, কিবোর্ড এর a b c d এর উপরের 1-9 ব্যবহার করবেন)। তারপর Finish এ ক্লিক করুন
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/9.jpg)
কাজ-৪) (অপশনাল) এই কাজটি আপনি করতেও পারেন নাও করতে পারেন আপনার ইচ্ছাঃ শুধুমাত্র নিচের ছবির মত অনুসরন করলেই চলবেঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/10.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/11.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/12.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/13.jpg)
Description এ লিখবেন= Press 3 to boot from HDD
Hot key তে দিবেন= 3
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/14.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/15.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/16.jpg)
Description এ লিখবেন= Press 4 to REBOOT your Computer
Hot key তে দিবেন= 4
কাজ-৫) এখন সেইভ করতে হবে এবং তারপর close করুন। নিচে ছবি দেখুনঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/17.jpg)
কাজ-৬) এখন ডেক্সটপে একটা যেকোন নামে ফোল্ডার তৈরি করুন(আমি multiboot নামে তৈরি করেছি) এবং ডেক্সটপে যে Windows 7 Iso টা আছে তাতে রাইট বাটন ক্লিক করে Extract files… এ ক্লিক করুন নিচের ছবির মত কাজ করুনঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/18.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/19.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/20.jpg)
কাজ-৭) তারপর ডেক্সটপে যে Windows XP Iso টা আছে তা ডাবল ক্লিক করে Open করুন(MagicIso দিয়ে খুলবে)। তারপর নিচের ছবির মত ফাইলগুলো সিলেক্ট করে ডেক্সটপে তৈরিকৃত multiboot নামের ফোল্ডারে(যেখানে Windows 7 Iso টা Extract করা হয়েছে) টেনে ছেড়ে দিন
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/21.jpg)
তারপর MagicIso সফট চালু করুন এবং Tools থেকে Load Boot Image…. এ ক্লিক করুন নিচের ছবির মত করে।
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/22.jpg)
তারপর From multi-bootable image file সিলেক্ট করুন এবং ডেক্সটপ থেকে দেখিয়ে দিন নিচের ছবির মতঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/23.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/24.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/25.jpg)
তারপর নিচের মত দেখা যাবে
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/26.jpg)
তারপর উপরের ছবির মত MagicIso সফট চালু অবস্থায় multiboot ফোল্ডারটি Open করুন নিচের ছবির মত করে
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/27.jpg)
এবার multiboot ফোল্ডারটিতে সব ফাইল ফোল্ডার সিলেক্ট করুন এবং তা টেনে MagicIso সফটের ভেতরের খালি জায়গায় ছেড়ে দিন নিচের ছবির মতঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/28.jpg)
এবার MagicIso সফটটির File থেকে Save As এ ক্লিক করুন এবং Multiboot Image লিখে ডেক্সটপে বা অন্য কোন স্থানে সেইভ করুন। এবং তা nero বা MagicIso দিয়ে পরে বার্ণ করুন। নিচে ছবি দেখুনঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/29.jpg)
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/30.jpg)
তারপর সিডিটি ডিভিডিতে ডুকিয়ে বুট করান তারপর নিচের মত দেখতে পাবেনঃ
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/31.jpg)
MagicIso দিয়ে Iso তৈরি করতে চাইলে সিডি/ডিভিডি রমে ডিক্স ডুকিয়ে নিচের মত করুন এবং Output Format এ ISO সিলেক্ট করুন
![](https://dnc.techtunes.co/tDrive/tuner/jobayerassal/258469/210.jpg)
কোথায় সেইভ করবেন দেখিয়ে দিন এবং ওকে ক্লিক করুন।
আমি অনেক খুজেও মাল্টিবুট এর সম্পর্কে টিউন পাইনি। টিউনটি আগে কোথাও করা হয়নি। ধন্যবাদ সবাইকে।
কোন মন্তব্য নেই